রবিবার, নভেম্বর ৯, ২০২৫
Led04রাজনীতি

জাসাসের কেন্দ্রীয় অনুষ্ঠানে না.গঞ্জ থেকে সর্বোচ্চ নেতা-কর্মী অংশগ্রহণ করবে: সানি

লাইভ নারায়ণগঞ্জ: ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযথ মর্যাদায় পালন এবং আগামী ১৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় অনুষ্ঠান সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা জাসাস এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা করেছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু সড়কস্থ উকিলপাড়ায় জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানির অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনিসুল ইসলাম সানি। তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ দিবস পালনের মাধ্যমে আমরা জাতীয়তাবাদী চেতনাকে আরও শাণিত করব।”

তিনি আরও বলেন, আগামী ১৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাসের কেন্দ্রীয় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করবে। এজন্য আমরা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি এবং দিবসটি সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ লতিফ তুষারের সভাপতিত্বে এবং জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানার সঞ্চালনায় সভায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় সকলে একমত পোষণ করেন যে, জাসাসের মাধ্যমে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা জোরদার করা হবে। প্রস্তুতি সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা জাসাস কেন্দ্রীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, শামসুল আহসান রোমমান, মনসুরুল হক মনি সহ কেন্দ্রীয়, জেলা ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যুগ্ম সম্পাদক মাসুদ রানা মিন্টু, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি ও জাসাস নেতা হারুন অর রশীদ মুকুল, জেলা জাসাসের দপ্তর সম্পাদক এস এম হালিম মুছা, সদর থানা (নারায়ণগঞ্জ জেলা) জাসাসের সভাপতি কবির শিকদার, সাধারণ সম্পাদক রহিম সরদার, রূপগঞ্জ থানা জাসাসের সাধারণ সম্পাদক মিছির আলী, বন্দর থানা (নারায়ণগঞ্জ জেলা) জাসাসের সাধারণ সম্পাদক মোঃ স্বপন সহ জেলা জাসাসের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী।

সভা শেষে সকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সাফল্য কামনা করে দোয়া করেন।

RSS
Follow by Email