রবিবার, নভেম্বর ৯, ২০২৫
রাজনীতি

হাতপাখা বিজয় হলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে: ফারুক মুন্সী

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ফারুক আহমাদ মুন্সী দাবি করেছেন, যদি হাতপাখা বিজয়ী হয়, তবে দেশের মানুষ শান্তি পাবে এবং শান্তিতে ঘুমাতে পারবে। স্বাধীনতার পর বিভিন্ন দল রাষ্ট্র ক্ষমতায় এলেও মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (৮ নভেম্বর) বাদ মাগরিব চিটাগাংরোড এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাওলানা দ্বীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সুলতান মাহমুদ, সমন্বয়কারি মুহাম্মদ নুরুল আমীন খান, এবং সহ. সমন্বয়কারী মুহাম্মদ সোহেল প্রধান।

ফারুক আহমাদ মুন্সী বলেন, স্বাধীনতার পর থেকে দেশের মানুষ শান্তি ও মুক্তি পেতে বিভিন্ন দলকে নির্বাচিত করেছে। কিন্তু তাদের কেউ যথাযথ আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়নি। তিনি বলেন, দেশের মানুষ সোনার বাংলা, সবুজ বাংলার স্বপ্ন দেখলেও তা ‘আশার গুড়োবালি’ হয়েছে।

তিনি নিশ্চয়তা দিয়ে বলেন, “আমরা বলছি নিশ্চয়তা দিয়ে বলছি, যদি হাতপাখা বিজয় হয়, দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে।”

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ একটি সংবাদ প্রসঙ্গে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। এই ধরনের ভ্রান্ত তথ্য পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ ও দায়িত্বহীন কাজ।”

তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সংবাদটির জন্য পত্রিকাটির কর্তৃপক্ষের নিকট প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান। অন্যথায় নারায়ণগঞ্জবাসী বাধ্য হবে শান্তিপূর্ণ গণআন্দোলনের কর্মসূচি ঘোষণার মাধ্যমে যথাযথ প্রতিক্রিয়া জানাতে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি সুলতান মাহমাদু, জেলা সেক্রেটারি জাাহাঙ্গীর কবির, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি সোহেল প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email