সংগীত-শরীরচর্চার শিক্ষক পদ বাতিল: সাংস্কৃতিক জোটের ক্ষোভ
লাইভ নারায়ণগঞ্জ: প্রাথমিক শিক্ষায় সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ বাতিলের সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের এই কর্মসূচিতে বক্তারা দেশে ডানপন্থী সাম্প্রদায়িক শক্তির উত্থান এবং সরকারের আপস নীতির কঠোর সমালোচনা করেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় ‘ধনধান্য পুষ্প ভারা আমাদের এই বসুন্ধরা’ এবং ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গানের মধ্য দিয়ে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, আবৃত্তি শিল্পী ফাহমিদা আজাদ ও কবি শ.ম মোজাম্মেল।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-গণঅভ্যূত্থানের আকাঙ্ক্ষা ছিল ধর্ম, বর্ণ, জাতী-গোষ্ঠী ও লৈঙ্গিক বৈষম্যের বিরুদ্ধে মানবিক সমাজ প্রতিষ্ঠা করা এবং সকল মত ও পথের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু বক্তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।
তারা বলেন, দেশে ডানপন্থী সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে। সরকার সেই শক্তির সাথে আপস করে মুক্তবুদ্ধির সুকুমারবৃত্তির পথকে বাধাগ্রস্ত করে চলেছে।”
বক্তারা দৃঢ়তার সাথে বলেন, তারা ফ্যাসিবাদের পুনঃরুত্থান যেমন চান না, তেমনি সাম্প্রদায়িক অপশক্তির বিস্তারও মেনে নেবেন না।
বক্তারা সতর্ক করে বলেন, বিগত সরকার এই মৌলবাদী গোষ্ঠীর সাথে আপস করে শেষ রক্ষা করতে পারেনি। সুতরাং অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এই আত্মঘাতী পথ থেকে দ্রুত সরে আসতে হবে।
সমাবেশে সকল বক্তা প্রাথমিক শিক্ষায় সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ বাতিলের সরকারী সিদ্ধান্তটি দ্রুত পরিবর্তন করার জোর দাবি জানান।
