রবিবার, নভেম্বর ৯, ২০২৫
Led04সদর

ত্বকী হত্যার সঙ্গে জড়িত সকলেই বিচারের আওতায় আসবে: রফিউর রাব্বি

লাইভ নারায়ণগঞ্জ: তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৫২ মাস উপলক্ষে তার সহ সকল হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এই কর্মসূচির আয়োজন করে।

সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ত্বকীর পিতা রফিউর রাব্বি বক্তব্য রাখেন।

তিনি বলেন, সম্প্রতি তদন্তকারী সংস্থা র‌্যাব জানিয়েছে, তদন্ত প্রায় শেষ এবং অচিরেই অভিযোগপত্র দেওয়া হবে। রফিউর রাব্বি আশা প্রকাশ করেন, ত্বকী হত্যার সঙ্গে জড়িত সকলেই বিচারের আওতায় আসবে।

তিনি সুনির্দিষ্টভাবে দাবি করেন, এ হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, ক্যাডার শাহ নিজাম সহ হত্যার সাথে জড়িত সকলে অভিযোগপত্রে যুক্ত থাকবে।

রফিউর রাব্বি অভিযোগ করেন, হত্যাকারীরা দলীয় হওয়ায় শেখ হাসিনা সাড়ে এগার বছর এই বিচারটি বন্ধ করে রেখেছিলেন এবং দেশের বিচার-ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন। তিনি বলেন, এর আগে ২০১৪ সালের মার্চ মাসেও র‌্যাব তদন্ত শেষ করে অভিযোগপত্র দেওয়ার কথা জানিয়েছিল, কিন্তু শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে ওসমান পরিবারকে দেখে রাখার কথা বলার পরই বিচারকার্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তিনি আশা করেন, ৯৮ বার সময় নেওয়ার পর এবার যেন শতবার অতিক্রম না করে এই মাসেই অভিযোগপত্র জমা দেওয়া হয়। তিনি সাগর-রুনী, তনু সহ নারায়ণগঞ্জের সকল হত্যার দ্রুত বিচার দাবি করেন।

সমাবেশে বক্তারা আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষাকে ধারণ করে ত্বকী সহ দেশে সংঘটিত সকল হত্যার বিচার করবে। তারা ওসমান পরিবার দ্বারা সংঘটিত নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, মিঠু, বুলু সহ সকল হত্যার বিচার দাবি করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হওয়ার দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার হয়।

আলোক প্রজ্বালন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা জিয়াউল ইসলাম কাজল, সিপিবি জেলা সভাপতি শীবনাথ চক্রবর্তী, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email