রবিবার, নভেম্বর ৯, ২০২৫
রাজনীতি

১৩ নং ওয়ার্ডে মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ-এর পক্ষে আজ এক বর্ণাঢ্য গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এই গণসংযোগে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে অংশ নেন এবং শৃঙ্খলা বজায় রেখে কাজ করার অঙ্গীকার করেন।

শনিবার (৮ নভেম্বর) এই গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের স্বপ্নের মোড় থেকে শুরু হয়ে এটি আমলাপাড়া আবাসিক এলাকা, কালীর বাজার স্যানিটারি ও গোসারি মার্কেট, চারার গোপ ওষুধ মার্কেট, কাপড়ের মার্কেট, আমলাপাড়া জুয়েলারি মার্কেট ঘুরে ফ্রেঞ্জ মার্কেট ও কালীর বাজার পর্যন্ত চলে।

এই গণসংযোগের মূল উদ্দেশ্য ছিল ধানের শীষের প্রচার এবং বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।

গণসংযোগে অংশ নেওয়া নেতৃবৃন্দ ধানের শীষের বিজয়ের ব্যাপারে আশাবাদী এবং ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। তারা বলেন, জনাব মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নির্দেশে শৃঙ্খলা বজায় রেখে আমরা সকল ত্যাগী নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে গোপন স্বৈরাচারী শক্তিকে প্রতিরোধে আমরা অঙ্গীকারবদ্ধ।

তারা যেকোনো ধরনের বিভ্রান্তি বা ষড়যন্ত্র উপেক্ষা করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ধানের শীষ প্রার্থীকে ঘিরে কোনো বিভ্রান্তি, ষড়যন্ত্র বা অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব না। ঐক্যবদ্ধভাবে ইতিবাচক রাজনৈতিক চিন্তা নিয়ে আমরা জনগণের পাশে আছি।

গণসংযোগে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আনু, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক সদর থানা যুবদল সভাপতি জাহাঙ্গীর মাতবর, ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ-সাধারণ সম্পাদক মোঃ হানিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব মোঃ শামীম রেজা, আলী আমজাদ মিন্টু, মোঃ শাহজাহান ও তানজিল। তারেক জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, সদর থানা যুবদল নেতা স্বপন, এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতৃবৃন্দ দেলোয়ার, নুর আলম, সিপন, মোস্তাক, শাহ জালাল, টমাস, সেলিম, সুজন, সঞ্জু, জিতু, রাকিব ও বাবু প্রমুখ।

RSS
Follow by Email