দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষকদল নেতা শাহাদাত’র পদ স্থগিত
লাইভ নারায়ণগঞ্জ: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের এক নেতার দলীয় পদ স্থগিত করেছে।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল গত শনিবার (৮ নভেম্বর) এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহাদাত হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগ ছিল।
