রবিবার, নভেম্বর ৯, ২০২৫
ফতুল্লা

‘আমরা নারায়ণগঞ্জবাসী’র মশারী বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে ডেঙ্গু মশার মহামারী থেকে রক্ষার জন্য “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পক্ষ থেকে তিন শতাধিক অসচ্ছল ব্যক্তির মাঝে উন্নতমানের মশারী বিতরণ করা হয়েছে। এই কর্মসূচিতে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় ভূঁইয়ারবাগ বিদ্যানিকেতন হাই স্কুল প্রাঙ্গণে এই মশারী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আলহাজ্জ মতিউর রহমানের আর্থিক সহায়তায় এবং “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় এটি আয়োজিত হয়।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ নূরউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি ও বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সহ-সভাপতি জনাব সালাম খোকন। তিনি এই জনহিতকর কার্যের ভূয়সী প্রশংসা করেন।

একই সঙ্গে তিনি ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন, মশক নিধনে ও ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের নিকট বিষয়টি বারংবার জানানো স্বত্বেও তাঁরা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই।

তিনি প্রশাসনকে এ বিষয়ে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ নূরউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠন সবসময় নাগরিক সমস্যা নিয়ে আন্দোলন এবং বিভিন্ন দুর্যোগে মানব সেবা করে থাকে। তিনি জানান, বর্তমানে ভূঁইয়ারবাগ এলাকাটি ডেঙ্গু রোগের হটস্পট হওয়ায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অত্র প্রতিষ্ঠানের ৪ জন কোমলমতি নিরীহ ছাত্র/ছাত্রী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ করেন এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন সোহেল, সংগঠনের সহ-সভাপতি রমজান-উল-রশিদ, প্রধান শিক্ষক বাবু উত্তম কুমার সাহা সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RSS
Follow by Email