শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
Led04স্বাস্থ্য

না.গঞ্জে টিকাদান কার্যক্রম পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলায় চলমান টাইফয়েড টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সংস্থাটির কারিগরি কর্মকর্তা ড. ইমানুয়েল নজাম্বের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি কার্যক্রমের অগ্রগতি, প্রক্রিয়া ও মান যাচাই করে।

প্রতিনিধি দলটি প্রথমে জেলা স্বাস্থ্য বিভাগে যায়। এসময় দলের সদস্যরা জেলার সিভিল সার্জন ডা. মুশিয়ুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এই বৈঠকে জেলার সামগ্রিক টিকাদান কর্মসূচির অবস্থা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভা শেষে প্রতিনিধি দলটি দুটি ভাগে বিভক্ত হয়।

পরিদর্শন দল দুটির মধ্যে ড. ইমানুয়েল নজাম্বের নেতৃত্বাধীন একটি দল সোনারগাঁ উপজেলার বিভিন্ন টাইফয়েড টিকাদান কেন্দ্র ঘুরে দেখে। অন্যদিকে, অন্য দলটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পর্যবেক্ষণ কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল, জেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির বাস্তবায়ন, কার্যকারিতা এবং মানদণ্ড আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী হচ্ছে কিনা তা নিবিড়ভাবে যাচাই করা।

RSS
Follow by Email