ফতুল্লার শোভন গার্মেন্টসে অগ্নিকাণ্ড
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় শোভন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সোয়া ৫টায় মাসদাইর এলাকায় অবস্থিত এই গার্মেন্টসের ডাইং সেকশনে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা মাত্র পনেরো মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন আরও জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও জানা যায়নি।
