সাংবাদিকদের ওপর হামলায় জাতীয় যুবশক্তির নিন্দা
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তিন সংবাদকর্মীর ওপর কথিত বিএনপি নেতা ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুবশক্তি। সংগঠনটি অবিলম্বে এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
বুধবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পরদিন, বৃহস্পতিবার (৬ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে জেলা কমিটির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ এবং সদস্য সচিব নাসিম আহমেদ তাদের ক্ষোভ প্রকাশ করেন।
যৌথ বিবৃতিতে তারা বলেন, “যারা সংবাদকর্মীদের উপর হামলা চালায়, তারা জনগণের জানার অধিকারকে বন্ধ করতে চায়। এমন মানসিকতা রাষ্ট্র ও সমাজ— উভয়ের জন্যই বিপজ্জনক।”
জেলা কমিটির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম এই ঘটনায় আরও কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা দেখছি একটি দল দমন পীড়নের পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। যার প্রেক্ষিতে আজ সাংবাদিক আকাশ, মামুন, আরজুদের উপর হামলা হয়েছে। এমন হতে থাকলে যুবসমাজ নীরব থাকবে না। আমরা সত্য ও ন্যায়ের পাশে, সাংবাদিকদের পাশে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে— এটাই ন্যায়বিচারের দাবি।”
জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটি সাংবাদিকদের পাশে থেকে গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছতার আন্দোলনে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।
