সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানালেন যুব ফেডারেশনের সাকিব-ইফতি
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কথিত বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে নারায়ণগঞ্জ যুব ফেডারেশন। এই হামলার ঘটনাকে মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ আখ্যা দিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকাতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি জানার পর তাৎক্ষণিক এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান নারায়ণগঞ্জ যুব ফেডারেশনের আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় এবং সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি।
বিবৃতিতে তারা বলেন, “সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর এমন পৈশাচিক হামলা এবং ক্যামেরা-মোবাইল ভাঙচুরের ঘটনা প্রমাণ করে যে, অপরাধীরা কতটা বেপরোয়া। মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা আমাদের সমাজের দর্পণ। সেই দর্পণের ওপর আঘাত হানা মানে গণতন্ত্র ও সত্যের ওপর সরাসরি আঘাত হানা।”
নেতৃবৃন্দ অভিযোগ করেন, স্থানীয় ক্ষমতার অপব্যবহার করে একজন কথিত রাজনৈতিক নেতার এমন সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তারা অবিলম্বে এই হামলার মূল পরিকল্পনাকারী এবং অংশগ্রহণকারী সকল অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান।
বুধবার বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকাতে এক নারীর জমি দখলের অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জাগো নিউজের একজন প্রতিনিধি, ক্যামেরাম্যানসহ মোট তিনজন হামলার শিকার হন। কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনের নেতৃত্বে হামলাকারীরা অতর্কিত হামলা চালায়।
আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় এবং সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি দৃঢ়ভাবে ঘোষণা করেন, দেশের যে কোনো স্থানে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি নিয়ে যুব ফেডারেশন সোচ্চার থাকবে। তারা হুঁশিয়ারি দেন, এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারা নারায়ণগঞ্জের অন্যান্য প্রগতিশীল সংগঠনকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।
যুব ফেডারেশন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং আহত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছে।
