বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
Led03রাজনীতি

জনগণের অধিকার ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য: মশিউর রহমান রনি

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে জোরেশোরে প্রচার শুরু করেছে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এর ধারাবাহিকতায় আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর বাজারে ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে এই প্রচার কার্যক্রম সম্পন্ন হয়। ডিক্রিরচর বাজারের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেতাকর্মীরা উপস্থিত সাধারণ জনগণ, ব্যবসায়ী ও পথচারীদের হাতে ৩১ দফার বিস্তারিত তথ্য সম্বলিত লিফলেট তুলে দেন।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল— জনগণের কাছে রাষ্ট্র মেরামতের ৩১ দফার গুরুত্ব এবং আগামীতে বিএনপি ক্ষমতায় এলে দেশ পরিচালনায় কী ধরনের পরিবর্তন আসবে, সেই বার্তা পৌঁছে দেওয়া। নেতাকর্মীরা এই সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, “তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা হলো দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের রূপরেখা। এই রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতা ও দুর্নীতি দূর করে জনগণের অধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বিএনপি আর অতীতের মতো ভুল করবে না। এই ৩১ দফার মাধ্যমেই আমরা প্রমাণ করতে চাই যে, জনগণের সেবাই আমাদের একমাত্র উদ্দেশ্য। যুবদল এখন থেকে নিয়মিতভাবে নারায়ণগঞ্জের প্রতিটি আনাচে-কানাচে এই ৩১ দফার প্রচার চালিয়ে যাবে।”

স্থানীয় বাজার ও এলাকার জনগণের মধ্যে এই লিফলেট বিতরণকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা গেছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও অনিয়মের পর, রাষ্ট্রকাঠামো মেরামতের সুনির্দিষ্ট পরিকল্পনার বিষয়ে জানতে পেরে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন এবং তাদের আশাবাদ ব্যক্ত করেন।

RSS
Follow by Email