বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
Led02

রূপগঞ্জে কাজী মনিরের সমাবেশে হঠাৎ উপস্থিত দিপু ভূঁইয়া

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের পূর্ব ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক কর্মীসভায় আকস্মিকভাবে আগমন করেন নারায়ণগঞ্জ-১ আসনে সদ্য প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। তাঁর এই অপ্রত্যাশিত আগমনে কর্মীসভায় উপস্থিত উভয় নেতার সমর্থকদের মাঝে প্রথমে টানটান উত্তেজনা তৈরি হলেও, দ্রুতই দুই নেতার দলের সিদ্ধান্তে অটল থাকা এবং রূপগঞ্জে বিএনপির আসন পুনরুদ্ধারে আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিলে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার তারাবো পৌরসভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজিত এই কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কাজী মনিরুজ্জামান। তিনি নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

কর্মীসভায় কাজী মনিরুজ্জামান তার বক্তব্যে বিগত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, বিগত সময়ে বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু ওই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছাত্রলীগ-যুবলীগ তার বাড়ি ঘেরাও করে রেখেছিল এবং তার স্ত্রীর মিছিলে হামলা চালিয়েছিল।

বর্তমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ একটি সংকটময় সময় অতিক্রম করছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এখন বিরোধ করার সময় নয়। আওয়ামীলীগ সুযোগ খুঁজবে, নাশকতা করবে। তাই বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

কাজী মনিরুজ্জামান যখন বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই বিএনপি’র মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এসে উপস্থিত হন। তিনি মঞ্চে উঠে বিনয়ের সঙ্গে বলেন, “আমি মনোনয়ন পেয়েছি আমি তা বলবো না, মনোনয়ন পেয়েছে রূপগঞ্জের প্রতিটা মানুষ। রূপগঞ্জের মানুষ যা চেয়েছে দল তাই করেছে। কাজী মনিরুজ্জামান মনির কাকা অভিজ্ঞ মানুষ। আমি তার হাত ধরেই নির্বাচন করতে চাই।”

তিনি অঙ্গীকার করেন, প্রতিটি ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাবেন।

সভায় উপস্থিত দুই নেতার এই ঐক্যবদ্ধ অবস্থান তৃণমূল কর্মীদের মধ্যে নতুন উৎসাহ সৃষ্টি করেছে। এসময় উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক উদ্ধিন বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

RSS
Follow by Email