বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
Led04রাজনীতি

মাসুদুজ্জামান মাসুদের পক্ষে মুসাপুরে গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ-এর পক্ষে মুসাপুর ইউনিয়নে এক বিশাল গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) এই গণসংযোগ নারায়ণগঞ্জের বন্দর ও মিনার বাড়ি এলাকা থেকে শুরু হয়ে লাঙ্গলবন পর্যন্ত বিস্তৃত হয়।

এই কর্মসূচিতে শত শত নেতাকর্মী, তরুণ সমর্থক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় জনগণ উচ্ছ্বাস ও সমর্থনের মাধ্যমে বিএনপির প্রতীক ধানের শীষ-এর পক্ষে তাদের দৃঢ় অবস্থান প্রকাশ করেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ স্থানীয় দোকানপাট, ঘরবাড়ি ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। সাধারণ মানুষ বিএনপি ও ধানের শীষের প্রতি তাদের আস্থা ও ভালোবাসা প্রকাশ করেন এবং পরিবর্তনের আকাঙ্খা ব্যক্ত করেন। পুরো গণসংযোগ জুড়ে ছোট-বড় সবাই রাস্তায় নেমে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে স্লোগান দেন এবং অনেকেই নিজের হাতে ধানের শীষ প্রতীক আঁকা ব্যানার ও পোস্টার নিয়ে অংশ নেন।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ-এর বার্তা জনগণের কাছে পৌঁছে দেন। তারা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, মাসুদুজ্জামান মাসুদ বিশ্বাস করেন, “আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এসেছি। ধানের শীষ মানে স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, মানুষের অধিকারের প্রতীক। নারায়ণগঞ্জের মানুষ আর অনিয়ম-দুর্নীতি দেখতে চায় না। তারা চায় উন্নয়ন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে। তিনি নারায়ণগঞ্জ-৫-এর প্রতিটি মানুষের পাশে আছেন, ইনশাআল্লাহ পাশে থাকবেন।”

গণসংযোগ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ও অংশগ্রহণে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য এডভোকেট বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মোঃ আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন শোখন, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, জনপ্রিয় বিএনপি নেতা মনির হোসেন সরদার, ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “ধানের শীষ মানে মানুষের আশা-আকাঙ্খার প্রতীক। আজ জনগণ আবারও বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছে। আমাদের লক্ষ্য গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে মুক্তির পথে এগিয়ে নেওয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহু বিচার বিবেচনা করে প্রার্থীতা চূড়ান্ত করেছেন। দলীয় বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে।”

RSS
Follow by Email