কুষ্টিয়ার জোড়া খুনের আসামি না.গঞ্জে গ্রেপ্তার করলো র্যাব
লাইভ নারায়ণগঞ্জ: কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত জোড়া খুনের মামলার এজাহারনামীয় এক আসামি নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার হয়েছে। র্যাব-১১ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি মন্ডল গ্রুপের সর্দার হিসেবে পরিচিত।
র্যাব-১১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ৪ নভেম্বর রাতে ফতুল্লা কাশিপুর দেওয়ানবাড়ি কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই মামলার এজাহারনামীয় ২নং আসামি সোহেল মন্ডল (৪০)-কে গ্রেপ্তার করা হয়। সোহেল মন্ডল কুষ্টিয়ার দৌলতপুর থানার বাগোয়ান, কান্দিরপাড়া গ্রামের বাসিন্দা।
এজাহার ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ওই গ্রামের বিছার সরদারের ছেলে সারফান সরদার (৩৫) এবং হাসেম সরদারের ছেলে বায়জীদ সরদার (৪৫) নিহত হন। এছাড়া ঘটনায় আরও পাঁচজন আহত হন।
দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিহত বায়জীদ সরদার এবং গ্রেপ্তারকৃত সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই গভীর রাতে দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ বাধে। ধারালো অস্ত্রের আঘাতে সারফান সরদার ঘটনাস্থলেই মারা যান, আর গুরুতর আহত বায়জীদ সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। গ্রেপ্তারকৃত আসামি মন্ডল গ্রুপের সর্দার সোহেল মন্ডলকে পরবর্তী আইনানুগ কার্যক্রম করার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
