সিদ্ধিরগঞ্জে এক ব্যাক্তি আটক, হেরোইন উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক এক অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ একজনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত।মঙ্গলবার (৪ নভেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনুর আলম এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিঃ) গাজী মাহতাব উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ গত ৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় পানির ট্যাংকির নিচে পাকা রাস্তার ওপর থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি নিজের নাম-ঠিকানা প্রকাশ করেছেন মো. নাদিম (২২)। তার পিতার নাম মৃত-হারুনুর রশিদ। তিনি সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী কলোনীর বাসিন্দা।
নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া, পুলিশ জানিয়েছে যে গ্রেফতারকৃত নাদিমের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে পূর্বের একটি মামলা রয়েছে।
