সিদ্ধিরগঞ্জে ডিবি’র অভিযান, ১৪০০ পিস ইয়াবাসহ ৩ জন আটক
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মোট ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ সোনাচড়া সানারপাড় এলাকায় (বিশ্ব রোড) ১৩/ই, মজুমদার টিম্বার ফার্নিচার এন্ড ডোর নামক স্থানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফরিদপুর মাঝারদিয়া এলাকার মৃত হারুন মোল্লার ছেলে আব্দুর রহিম (৩০), গোপালগঞ্জ মুকসেদপুরের লোহাইর এলাকার মৃত আওলা আলী দরামির ছেলে আবুল হাসান দরানী (৩৩) ও লক্ষীপু রামগঞ্জ আতকারা এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. নুর নবী (৪৫)।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (ইনচার্জ, সোনারগাঁও জোন) জনাব এনায়েত হোসেন এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) শরীফুল হাসান এবং এস আই সজীব সাহা অভিজিৎ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযানটি পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা ডিবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান চলমান থাকবে।
