এনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বদলি
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেনকে বদলি করা হয়েছে। তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি করা হয়। যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিকের স্বাক্ষররিত প্রজ্ঞাপনে মোহাম্মদ জাকির হোসেনের বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, বদলিকৃত কর্মকর্তা দ্বয় আগামী ১১ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করবেন।
এ আদেশে আরও উল্লেখ করা হয়, যদি নির্ধারিত সময়ের মধ্যে কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগদান না করেন, তবে আগামী ১১ নভেম্বর, ২০২৫ তারিখ অপরাহ্ণ থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (Stand Release) বলে গণ্য হবেন।
