বুধবার, নভেম্বর ৫, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রিয়াজ (২৯)। তার কাছ থেকে জব্দ করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনুর আলম এর তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানটি হয় গত ৩ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টায়।

গোপন সংবাদের ভিত্তিতে থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি কান্দাপাড়া সাকিনস্থ জনৈক মিজানের বাসার সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক কারবারি মো. রিয়াজকে হাতেনাতে আটক করেন।

আটককৃত মো. রিয়াজ কুমিল্লার মুরাদনগর থানার মোকশাইল গ্রামের আব্দুল সাত্তার ও ফরিদা বেগমের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি কান্দাপাড়ায় (জনৈক মিজান এর বাড়ীর ভাড়াটিয়া) বসবাস করতেন। আটককৃত আসামির হেফাজত থেকে জব্দ তালিকা মূলে একশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখায় তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

RSS
Follow by Email