বুধবার, নভেম্বর ৫, ২০২৫
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে যৌথ অভিযান: অস্ত্র-মাদকসহ একজন আটক

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় পূর্বাচল আর্মি ক্যাম্প ও পুলিশের একটি যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ ঘটনায় রবিন মিয়া (৩৪) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে চনপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, আটক রবিন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি অত্যাধুনিক রিভলভার, একটি দুই নলা বন্দুক, একটি ডামি পিস্তল এবং দুই রাউন্ড পিস্তলের গুলিসহ বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ২২২ গ্রাম হেরোইন, ১৫৩ পিস ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজা।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার মধ্যরাতে চনপাড়ায় যৌথ অভিযান পরিচালিত হয় এবং রবিন নামে একজনকে আটক করা হয়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email