সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
Led03রাজনীতি

যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে মিলে তাকে নির্বাচিত করবো: বাবুল

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল বলেন, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে তারা ধৈর্য ধরেছেন এবং সত্যের পথে আছেন। সোমবার (৩ নভেম্বর) বিকেলে শহীদ নগর অডিটোরিয়াম ভবনের সামনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল তাঁর বক্তব্যে নারায়ণগঞ্জের ঐতিহ্য হারানোর বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “বিগত ৫৫ বছর প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে যে ঐতিহ্য ছিলো আমাদের সেটা ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলেছি, সেই ঐতিহ্য আমাদের নেই। আমাদের কাঙ্খিত প্রাচ্যের ডান্ডি উদ্ধারে আমরা কাজ করবো।”

মনোনয়ন প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, “এ আসন থেকে দল যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে মিলে তাকে নির্বাচিত করবো আর এটাই হবে আমাদের সর্বপ্রথম প্রতিশ্রুতি।”

তিনি আরও বলেন, “আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। এখান থেকে মুক্তি লাভের জন্য দুটি জিনিস প্রয়োজন। একটি হলো ধৈর্য্য অপরটি হলে সত্যের পথে থাকা। আমরা ধৈর্য্য ধরেছি এবং সত্যের পথে আছি।”

বাবুল আশ্বাস দেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে এবং জনগণ ধানের শীষের পাশে থাকলে প্রাচ্যের ডান্ডির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চেষ্টা করা হবে। বিশেষ করে ৫ আসনে নদী দ্বারা বিভক্ত দুটি অঞ্চলকে একত্রিত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারো সাথে ঝগড়া বা বিভেদ নয়। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

উঠান বৈঠকে মসজিদ কমিটির সহ-সভাপতি সুলতান আহমেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর হোসেন, সমাজ সেবক কবীর আহমেদ, হৃদয়, শফিকুল ইসলাম সরদার এবং ঝর্না সহ প্রমুখ।

RSS
Follow by Email