শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
গণমাধ্যমরাজনীতি

সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর নিজস্ব প্রতিবেদক আহসান সাদিক শাওনের মা মৌলুদা খান মজলিশ-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা।

ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক সৌরভ সেন’র এক যৌথ বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে সাংবাদিক আহসান সাদিক শাওন ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁরা বলেন, এই দুঃসময়ে আল্লাহ যেন তাঁদের ধৈর্য ধারণের শক্তি দান করেন।

RSS
Follow by Email