শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
রাজনীতি

জামায়াতের নেতা ইঞ্জিনিয়ার মাহাবুবের মৃত্যুতে নেতৃবৃন্দ’র শোক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বাইতুলমাল বিভাগীয় সদস্য ও মহানগরীর দায়িত্বশীল জনাব ইঞ্জিনিয়ার মাহাবুব রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক শোকবার্তায় এই শোক জানানো হয়।

শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “তিনি (ইঞ্জিনিয়ার মাহাবুব রহমান) ছিলেন ইসলামী আন্দোলনের এক নিবেদিত প্রাণ, নিষ্ঠাবান ও আনুগত্যশীল কর্মী।”

নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন মরহুমের ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং তার শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন।

RSS
Follow by Email