শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
রাজনীতি

সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে জাসাস নেতা সানির শোক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর স্টাফ করেসপন্ডেন্ট আহসান সাদিক শাওনের মমতাময়ী মা মৌলুদা খান (৭০)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশর আলোর সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি।

এক শোকবার্তায় আনিসুল ইসলাম সানি মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “মরহুমার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।”

উল্লেখ্য, মরহুমা মৌলুদা খান দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার দুপুরে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তার স্বামী আয়কর আইনজীবি ওসমান গনি, দুই পুত্র শিবলী সাদিক ও আহসান সাদিকসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

RSS
Follow by Email