শব্দ দূষণ বন্ধে অভিযান: ৫ যানবাহনে জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: শব্দ দূষণ নিয়ন্ত্রণে আনতে নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে উচ্চ শব্দের হর্ন ব্যবহার করার দায়ে পাঁচটি যানবাহনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পাঁচটি হর্ন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব খন্দকার শমিত রাজার নেতৃত্বে নারায়ণগঞ্জের সদর উপজেলায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সমন্বয় করে কাজ করেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো. রাসেল মাহামুদ এই অভিযানে প্রসিউকিউশন প্রদান করেন।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।
