শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
Led01স্বাস্থ্য

স্বাস্থ্যসেবা নিশ্চিতে জেলা প্রশাসন কাজ করছে: ডিসি জাহিদুল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার নাগরিকদের জন্য কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সম্মিলিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি জানান, প্রায় এক কোটি মানুষের এই জেলায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তারা সর্বদা তৎপর। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ৩শ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতালে এলইডি ডিসপ্লে উদ্বোধন এবং পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, হাসপাতালের সেবা কার্যক্রম নিয়ে বিভিন্ন ফোরামে একটি বিতর্ক প্রায়শই উপস্থাপিত হয়। কেউ বলেন, হাসপাতালে গেলেই রোগীদের ঢাকায় রেফার করে দেওয়া হয়। আবার ভিজিটের সময় দেখা যায় প্রতিটি বেডেই রোগী ভর্তি।

এই ‘ডিলিমা’ দূর করতে এবং ‘রিয়েল পিকচার’ তুলে ধরতে জেলা প্রশাসন হাসপাতালটিতে একটি নতুন সফটওয়্যারভিত্তিক ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করেছে।

“এই ডিজিটাল বোর্ডে প্রতিদিন কি পরিমাণে রোগী সেবা নিতে আসলো, কতজন ইমার্জেন্সি বিভাগে ভর্তি হলো, কতজন নরমাল বিভাগে আছে, কী কারণে রেফার করা হলো এবং কতজন রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো—এই সামগ্রিক তথ্যচিত্র প্রতিদিন উপস্থাপিত হবে।”

ডিসি বিশ্বাস করেন, এর মাধ্যমে হাসপাতালে সেবার স্বচ্ছতা নিশ্চিত হবে এবং ‘রেফার’ করার বিষয়ে থাকা বিতর্ক কেটে যাবে।

ডিসি জাহিদুল ইসলাম মিঞা আরও বলেন, এই জেলার নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য। ইতিমধ্যেই ৩শ শয্যা খানপুর হাসপাতাল নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে।

তিনি জানান, জেলায় যখন ডেঙ্গুর প্রকোপ দেখা যায়, তখন জেলা প্রশাসন জরুরি ভিত্তিতে ডেঙ্গুর কিট সরবরাহ করেছে। এছাড়া আয়রন ট্যাবলেটসহ অন্যান্য হাসপাতালগুলোতেও বিভিন্নভাবে সহায়তা করা হয়েছে। তিনি উল্লেখ করেন, হাসপাতালে আসা রোগীদের ইমারজেন্সি ইউনিটে সেবা পাওয়ার সুবিধার্থে হুইল চেয়ারও প্রদান করা হয়েছে।

পরিদর্শন ও উদ্বোধন শেষে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল তত্ত্বাবধায়ক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন এবং সিভিল সার্জন ডা. এম এফ মশিউর রহমান প্রমুখ।

RSS
Follow by Email