শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
Led02আদালতরাজনীতি

আদালত চত্বরে মারধরের মামলায় সাখাওয়াতসহ ৬জনের জামিন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আদালত চত্বরে বাদীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় করা মামলা থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ছয় আসামি জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন— অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, হিরন, রাসেল ব্যাপারী, খোরশেদ আলম, আল আমিন এবং বিল্লাল হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালত চত্বরে সন্তানের সামনে মা-বাবাকে মারধরের ঘটনায় করা মামলার আসামি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ মোট ছয়জন বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এই সময় পুলিশ আসামিদের রিমান্ডের কোনো আবেদন করেনি।

এ বিষয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সাংবাদিকদের জানান, তিনি ওই ঘটনায় উপস্থিত ছিলেন না। তারপরও মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জামিন দিয়েছেন।

RSS
Follow by Email