শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
Led04আড়াইহাজাররূপগঞ্জ

রূপগঞ্জ-আড়াইহাজারে পৃথক অভিযান, ইয়াবাসহ ৩জন আটক

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ ও আড়াইহাজার এলাকায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর কঠোর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

প্রথম গ্রেফতার: ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) বিরাজ দাসের নেতৃত্বে একটি দল ৩০ অক্টোবর রাত ১২টা ৫০ মিনিটে রূপগঞ্জ ভায়েলা বাজার এলাকার বাবুল সুপার মার্কেটের সামনে থেকে দু’জনকে আটক করে। আটককৃত মো. নজরুল ইসলাম (৩৫) ও মো. ওসমান (৪০)-এর হেফাজত থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নজরুল ও ওসমানকে জিজ্ঞাসাবাদ করে ডিবি জানতে পারে যে, তারা মো. দ্বীন ইসলাম (৫২)-এর প্ররোচনায় বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রূপগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করত। এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আড়াইহাজার জালাকান্দি এলাকায় মশারী ফ্যাক্টরির পাশে একটি ভাড়া বাসা থেকে চক্রের মূল হোতা হিসেবে পরিচিত মো. দ্বীন ইসলামকে (৫২) গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত তিন আসামিকে ৩০ অক্টোবর তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা জানান, জেলায় মাদকের কারবার বন্ধ করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও জোরেশোরে তা চলবে।

RSS
Follow by Email