শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
Led05ফতুল্লা

চানমারিতে পুলিশ-প্রশাসনের যৌথ অভিযান, ১৬জন গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসন যৌথভাবে ফতুল্লা মডেল থানাধীন চানমারি এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এই অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয়ের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর সমন্বয়ে দলটি চানমারি এলাকায় মাদকবিরোধী তৎপরতা চালায়।

অভিযান চলাকালে চানমারি এলাকা থেকে মোট ১৬ জন ব্যক্তিকে মাদক সেবন ও গাঁজা রাখার অপরাধে হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃতদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. নাজমুল হুদা মহোদয়ের আদালতে হাজির করা হলে তিনি তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

আটককৃতদের মধ্যে মামুনকে সর্বোচ্চ ১৫ দিন এবং মুনসুরকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অন্যান্যদের মধ্যে ১০ দিন, ৮ দিন এবং ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃতরা হলেন. চানমারি ১২৬/৪ এলাকার বাসিন্দা আসিফ (২২) ১০ দিনের জন্য সাজা পান। এছাড়া চানমারি এলাকার তারা মিয়া (৩৫) ৮ দিন, মোক্তার হোসেন (৪২) ৭ দিন, মো. বাচ্চু (৫৫) ৮ দিন, মো. জসীম উদ্দিন (৪০) ৭ দিন, মামুন ১৫ দিন, আলামিন (৩৭) ১০ দিন, মো. জুয়েল (৪০) ৮ দিন এবং মো. আকাশ মিয়া (২৪) ৭ দিনের কারাদণ্ড পেয়েছেন। অন্যান্য সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ২নং বাবুরাইলের মো. কাওসার (৩৭) ১০ দিন, চানমারির মুনসুর (৫৫) ১৫ দিন, দেওভোগ পানি ট্যাংকের মো. রতন (৩৭) ৭ দিন, বুড়ির দোকানের মো. জামাল (৩৮) ৭ দিন, ইসদাইরের মো. শিপন (৩৮) ৭ দিন, উত্তর চাষাড়ার মো. রাজীব (৪০) ৭ দিন এবং দক্ষিণ মাসদাইরের মিজানুর রহমান (৩৩) ৭ দিনের জন্য সাজা লাভ করেন।

RSS
Follow by Email