শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
Led05ফতুল্লা

পিটিয়ে ইজিবাইক চালক হত্যার ঘটনায় অভিযুক্ত ‘মামুন’ গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় মো. মমিনুর (২৮) নামের এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গত ২৮ অক্টোবর, মঙ্গলবার বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এই হত্যার ঘটনাটি ঘটেছিল। ঘটনার দুই দিনের মধ্যেই দ্রুত অভিযানে নেমে মূল আসামিকে ধরতে সক্ষম হলো আইনশৃঙ্খলা বাহিনী।

মামলার বিবরণ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নিহত মমিনুর হক পরিবার নিয়ে ফতুল্লা থানার উত্তর নরসিংপুরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি পেশায় ছিলেন অটোচালক। গত ২৮ অক্টোবর সকালে তিনি অটোরিকশা নিয়ে বের হন এবং দুপুরে মাসদাইর এলাকার একটি গ্যারেজে অটো চার্জে দেন। এরপর অপর অটোচালক মো. সবুজের (২১) সঙ্গে পঞ্চবটি মোড় চায়না প্রজেক্টের পাশে যান। তখনই পূর্ব-শত্রুতার জেরে মামুনসহ অন্যান্য আসামিরা মমিনুর ও সবুজকে কথা আছে বলে ফতুল্লা পঞ্চবটি প্রধান পাম্পের পশ্চিম পাশের চিপা গলিতে নিয়ে যায়। চিপা গলিতে নিয়ে আসামিরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি দেখিয়ে টাকা দাবি করে। দুই জন টাকা দিতে রাজি না হওয়ায় আসামিরা মারধর সহ হত্যার হুমকি প্রদান করে। একপর্যায়ে আসামি মামুনসহ সকলে মিলে তাদের গুরুতর নীলা-ফুলা ও রক্তাক্ত জখম করে। মারধরের শিকার হওয়ার পর মমিনুর হক মাসদাইর রিপন মিয়ার গ্যারেজে চলে আসেন। গ্যারেজে আসার পরই তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে বেশি কথা বলতে পারেননি, শুধু তাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। তখন চারজন অটোচালক একটি অটোরিকশায় করে মমিনুরকে তার বাসায় নিয়ে আসার সময় পথিমধ্যে উত্তর নরসিংপুর স্কুলের সামনে অটোরিকশার মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় ফার্মেসিতে নিয়ে যাওয়া হলে পল্লী চিকিৎসক পালস চেক করে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের পিতা জালাল উদ্দীন (৬৪) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন।

এই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে র‍্যাব-১১ তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ৩০ অক্টোবর দুপুরের আগ মুহুর্তে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল ফতুল্লা মাসদাইর এলাকা হতে হত্যাকাণ্ডের মূলহোতা মো. মামুন (২৮) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামুন পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানার বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email