মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
বন্দর

বন্দরে পুলিশের উপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৪

লাইভ নারায়ণগঞ্জ: মাদক উদ্ধারে গিয়ে বন্দরে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হন এক পুলিশ সদস্য। ২৬ অক্টোবর রাতে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত পুলিশ কনস্টেবল জনীকে (৩৫) উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো: জাকির হোসেন (৩০), মুন্নি আক্তার (২৭), ফারজানা আক্তার (২৫) এবং সুমা (২২)। তারা সবাই বন্দরের দড়ি সোনাকান্দা ও সোনাকান্দা বেপারীপাড়া এলাকার বাসিন্দা।

মদনগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক সৈয়দ জাকির হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জনসহ মোট ১২ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। এলাকাবাসীর অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email