পরিত্যক্ত অবস্থায় সোনারগাঁয়ে পাইপগান-কার্তুজ উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১১। রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া এলাকায় রোববার দিবাগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্রটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “উদ্ধারকৃত অস্ত্র আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা একটি জিডি তৈরি করে আদালতের কাছে অনুসন্ধান অনুমতির জন্য আবেদন করব।”
