মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
আদালত

শব্দদূষণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: শব্দদূষণের অপরাধে তিন পরিবহনকে জরিমানা ও তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে সোমবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও ফারাহ ফাতেহা তাকমিলা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

সোমবার বিকেলে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৮(১) ধারা লঙ্ঘনের দায়ে এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী নারায়ণগঞ্জ সদর উপজেলার তিনটি শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email