বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
Led01রাজনীতি

সংসদ নির্বাচনে না.গঞ্জে মনোনয়ন প্রত্যাশীদের ডেকে কথা বলেছেন তারেক রহমান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পাঁচটি আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের ডেকে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নারায়ণগঞ্জের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা দলটির চেয়ারর্পাসনের গুলশান কার্যালয়ে উপস্থিত ছিলেন। সোমবার (২৭ অক্টোবর) রাত আটটার দিকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাদের সঙ্গে আলাপ করেন তিনি।

একাধিক সূত্রে জানা যায়, গুলশান কার্যালয়ে নারায়ণগঞ্জের বাইরেও ঢাকা বিভাগীয় আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। তারেক রহমান নেতাদের ঐক্যবদ্ধ থেকে এলাকাগুলোতে বিএনপিকে শক্তিশালী করার নির্দেশনা দেন। ব্যক্তিগত বিভেদ ভুলে দলীয় স্বার্থে ৩১ দফা কার্যক্রম মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথাও বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকলেই ভার্চুয়ালি তারেক রহমানের দেওয়া বক্তব্য শোনেন এবং তার দিকনির্দেশনা মেনে চলার অঙ্গিকার ব্যক্ত করেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম আজাদ, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, বিএনপির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাবেক সংসদ সদস্য রেজাউল করিম, এবং অলিউর রহমান আপেল, নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

বৈঠক প্রসঙ্গে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। তিনি বলেছেন, বিগত বছরগুলোতে দলের সবাই অনেক ত্যাগ শিকার করেছেন, তাদের মূল্যায়ন করবে দল। তবে, দলের স্বার্থে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই সকলকে কাজ করার নির্দেশনা দিয়েছেন।”

RSS
Follow by Email