সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
রাজনীতি

এবিএম সিরাজুল মামুনের পক্ষে ১৪ নং ওয়ার্ডে গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন ও প্রচারণায় নেমেছে খেলাফত মজলিস। দলটির মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে রবিবার (২৫ অক্টোবর) বিকেলে নাসিক ১৪ নং ওয়ার্ডে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগটি শহরের উকিলপাড়া মসজিদ থেকে শুরু হয়। এরপর ভূইয়ারবাগ, নন্দিপাড়া, গলাচিপা, ওকিলপাড়া এলাকা প্রদক্ষিণ করে দুই নং রেলগেইট পর্যন্ত যায়। এই গণসংযোগ চলাকালে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে তাদের দলীয় প্রতীক ‘দেওয়াল ঘড়ি’ মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেন।

এবিএম সিরাজুল মামুনের পক্ষে এই গণসংযোগে খেলাফত মজলিসের স্থানীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ-সভাপতি আবুবকর সিদ্দীক, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, সদর থানা সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল্লাহ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, অফিস ও প্রচার সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল, ১৪ নং ওয়ার্ড তত্তাবধায়ক আব্বাস উদ্দিন সিকদার, জুয়েল আহমদ, ১৭ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ নাসির খান, সাধারণ সম্পাদক হাশেম সিকদার, এবং ১১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ প্রমুখ।

RSS
Follow by Email