লিংক রোডে বিআরটিসি বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিআরটিসি বাসের ধাক্কায় শাহাজাদা আল ইমরান (৬৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ফতুল্লা থানার কাশিপুর হোসাইনি নগর এলাকার বাসিন্দা।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ফতুল্লার দেলপাড়া এসবি গার্মেন্টসের সামনে লিংক রোডে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোসাইনি নগর এলাকার বাসিন্দা শাহাজাদা আল ইমরান লিংক রোড ধরে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এসময় একটি বিআরটিসি বাসের সাথে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা থানা ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
