সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
Led03জেলাজুড়ে

দূষণমুক্ত নারায়ণগঞ্জ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: পরিবেশ অধিদপ্তর

লাইভ নারায়ণগঞ্জ: শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে পরিবেশের ওপর সৃষ্ট চাপ মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়। “তারুণ্যের উৎসব–২০২৫” উদযাপন উপলক্ষ্যে রবিবার (২৬ অক্টোবর) এক সচেতনতামূলক সভায় এই আহ্বান জানানো হয়।

সভায় মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ-এর উপপরিচালক এ, এইচ, এম রাসেদ-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। তিনি পরিবেশ সংরক্ষণে তারুণ্যের ভূমিকাকে ‘অনন্য’ বলে উল্লেখ করেন।

সভায় বক্তারা বলেন, পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে একটি দূষণমুক্ত ও টেকসই নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার কার্যালয়ের সহকারী পরিচালক জনাব রাসেল মাহমুদ। তিনি পরিবেশ সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বাপা নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি মাহবুবুব রহমান মাসুম ও সাধারণ সম্পাদক মো: তারিক বাবু, পরিবেশ রক্ষা ও উন্নয়ণ সোসাইটির চেয়ারম্যান মো: হোসাইন, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়া, পরিবেশবিদ মো: খালেদ মোশারফ, মাইক্রো ফাইবার গ্রুপের সহকারী ম্যানেজার পারভেজ আহমেদ সুজন, ইপিলিয়ান লিমিটেড এর ম্যানেজার মো: আল-আমিন ইসলাম সহ জলমল টেক্সটাইল মিলস (প্রা:), আজিজুল রি-সাইকেলিং এন্ড ই-ওয়েষ্টজ কোম্পানি লিমিটেড এবং আল-বাকারা স্টীল কো: লিমিটেডের ম্যানেজাররা।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী নভেম্বর মাসব্যাপী বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি, ক্যাম্পেইন, প্রচারাভিযান ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সভা শেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রত্যাশা ব্যক্ত করেন যে, সবাই সম্মিলিতভাবে কাজ করলে নারায়ণগঞ্জ হবে একটি পরিবেশবান্ধব ও টেকসই শহর।

RSS
Follow by Email