সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
সিদ্ধিরগঞ্জ

বিজেসি’র সাবেক শ্রমিকদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: ভূমিহীন সাবেক শ্রমিক ও কর্মচারীদের পুনর্বাসনের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জুট কর্পোরেশন (বিজেসি)-এর শত শত সাবেক শ্রমিক-কর্মচারী। তাদের মূল শ্লোগান ছিল— ‘ভূমি দাও, ঘর দাও’।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বিজেসি এলাকায় এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জুট কর্পোরেশন (বিজেসি) প্রেস হাউজে বসবাসরত সাবেক শ্রমিক, কর্মচারী ও ক্ষুদ্র লীজগ্রহীতাদের দখলে থাকা ৪ একর জমি হস্তান্তর না করা এবং ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে তারা এই মানববন্ধন করেন। কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশ নেন।

সাবেক বিজেসি গোদনাইল শ্রমিক, কর্মচারী ও ক্ষুদ্র লীজিগণ পুনর্বাসন কমিটির সভাপতি আমান হোসেন প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিজেসি গোদনাইলের সাবেক কর্মচারী হাজী মো: জয়নাল আবেদীন।

তিনি বলেন, “আমি ১৯৬১ সাল থেকে বিজিসিতে চাকরীতে যুক্ত ছিলাম। ৫০ বছর আগে থেকে যারা এখানে চাকরী করতেন, তাদের ছেলে-মেয়েরা আজও লীজ ভাড়া নিয়ে এই বিজিসির বাসস্থানে বসবাস করে আসছেন। এখানে যারা বসবাস করছে, সবাই ছিন্নমূল, কারো কোনো বাড়ি-ঘর নাই। তারা অসহায়।”

তিনি আরও বলেন, “১৯৯৩ সালে বিজিসি বিলুপ্ত হওয়ার পর থেকে এখানে কেউই মাগনা থাকে না, সবাই ভাড়া দিয়ে বসবাস করছে। আমরা জানতে পেরেছি, বিজিসি এই গরীব কর্মচারীর বসবাসের স্থানটা অন্য জায়গায় হস্তান্তর করছে। তাহলে আমরা কোথায় যাব? আমাদের ভূমিহীনদের যদি একটা বিকল্প স্থান করে দিয়ে বিজিসি তার জমি অন্যত্র হস্তান্তর করুক—আমাদের কোনো আপত্তি নেই।”

সাবেক কর্মচারীর সন্তান জাহাঙ্গীর হোসেন রাজু বলেন, সবাই সরকারকে ট্যাক্স এবং ভাড়া পরিশোধ করে বসবাস করছে। তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে সিদ্ধান্ত ছিল— যারা বিজিসিতে চাকরীজীবী ছিলেন, যারা শ্রমিক হিসাবে কাজ করেছেন, তাদেরকেই এই বাড়ি-ঘর লীজে দেওয়া হবে। এগুলো যেন কখনো বাইরের কোনো সংস্থার কাছে বিক্রি করা না হয়।

তিনি অন্তর্বর্তী সরকারের পাট উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আপনারা ক্ষণিকের জন্য কারো ক্ষতি কইরেন না। আমি সরকারের কাছে আবেদন করব যেন এই গরীব-দু:খীদের উচ্ছেদ না করে এবং টাকার বিনিময়ে এই সম্পত্তি অন্য কারো কাছে হস্তান্তর না করে। যদি টাকার বিনিময়ে হস্তান্তর করতে হয়, তাহলে এই লীজগ্রহীতা, গরীব-দু:খীদের ব্যবস্থা করে দেন।”

মানববন্ধনে ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লেয়াকত আলী লেকু সহ স্থানীয় নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

RSS
Follow by Email