সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
Led04ফতুল্লা

নকল সস তৈরির কারখানায় যৌথ অভিযান: পণ্য জব্দ-কারখানা বন্ধ

লাইভ নারায়ণগঞ্জ: স্বাস্থ্যর জন্য ক্ষতিকর রাসায়নিক ও রঙ ব্যবহার করে অবৈধভাবে নকল সস তৈরির অভিযোগে ফতুল্লায় একটি কারখানায় যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নকল সস জব্দ করা হয়েছে, কারখানার মালিককে জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় অনুমোদনবিহীন আজমেরী কনজুমার ফুড কোম্পানি লিমিটেড-এর কারখানায় এই অভিযান পরিচালনা করে র‍্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: আল মাসুদ খান। অভিযান শেষে তিনি জানান,

“স্বাস্থ্যর জন্য ক্ষতিকর রাসায়নিক ও রঙ দিয়ে অবৈধভাবে সস তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। আগে থেকেই অভিযোগ ছিল যে, এখানে নকল ও স্বাস্থ্যর জন্য ক্ষতিকর সস তৈরি হচ্ছে। আমরা নিশ্চিত হয়েই আজ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করি। এখানে বিপুল পরিমাণ নকল সস জব্দ করা হয়েছে।”

অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম। তিনি বলেন, “কারখানাটি দীর্ঘদিন যাবত কোনো বৈধ লাইসেন্স ছাড়াই নকল ও স্বাস্থ্যর জন্য ক্ষতিকর সস তৈরী করছে। বিভিন্ন প্রকারের সস যা মানুষের জীবন নাশের কারণ হতে পারে, তা তৈরী করছে। কারখানার কোনো নিবন্ধন নাই।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, উৎপাদিত স্বাস্থ্যর জন্য ক্ষতিকর এই সস নগরীর কালীরবাজার ও দিগুবাবুর বাজারসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল, যা বিপুল সংখ্যক মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তিনি নিরাপদ খাদ্য আইনে কারখানা মালিককে এক লক্ষ টাকা জরিমানা এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email