সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
Led01রাজনীতি

কিছু দল এমন রাজনীতি করছে যেন তাদের দলে যোগ দিলেই জান্নাত নিশ্চিত: মামুন মাহমুদ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, যারা ‘জান্নাতের সার্টিফিকেট’ বিক্রির রাজনীতি করছে, তারা আসলে ইসলামকে অপমান করছে। এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব ওলামা দলের।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা ওলামা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “কিছু ধর্মভিত্তিক দল দেশে এমন রাজনীতি করছে যেন তাদের দলে যোগ দিলেই জান্নাত নিশ্চিত, এটা একেবারেই বিভ্রান্তিকর। ধর্মীয় অনুশাসন সবার জন্য সমান। ফরজ আমল কারো জন্য আলাদা নয়। এই বিষয়টি জাতির সামনে পরিষ্কার করা ওলামা দলের দায়িত্ব।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি পক্ষ ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং “বাড়িতে গিয়ে ফরম পূরণের নামে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে।” তিনি ওলামা দলের আলেম, ইমাম ও খতিবদের প্রতি এই ধরনের কাজের বিরুদ্ধে অবিলম্বে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মামুন মাহমুদ সতর্ক করে বলেন, ধর্মের নামে এমন মিথ্যা প্রচারণা দুনিয়ায় কিছু স্বার্থ হাসিলের পথ খুলে দিলেও আখিরাতে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তিনি বলেন, “যারা ধর্মের নামে জান্নাত বিক্রি করছে, তারা আসলে ইসলামকে অপমান করছে। সমাজে এদেরকে বর্জন করতে হবে এবং প্রকৃত ইসলামি আদর্শ প্রচার করতে হবে।”

তিনি জোর দেন, বিএনপি রাজনীতি করে মানুষের সেবা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। তাই মানুষের মাঝে সত্য ধর্মীয় জ্ঞানের আলো পৌঁছে দেওয়া ওলামা দলের কাজ।

ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক মো. জিলানী ফকিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মোহসিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মাওলানা আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাকারিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জিয়াউর রহমান ও তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে ওলামা দলের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

RSS
Follow by Email