মহাসড়কে ছিনতাই চক্রের মূলহোতাসহ ৩ জন আটক, দেশীয় অস্ত্র উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সক্রিয় ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারীসহ তিন জন দুষ্কৃতকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। এই চক্রটি মহাসড়কে সাধারণ মানুষ, সিএনজি এবং অটোরিকশা চালকদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ছিনতাই করতো বলে অভিযোগ রয়েছে।
সাম্প্রতিক সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে র্যাব-১১ এই অভিযান পরিচালনা করে।
র্যাব-১১, নারায়ণগঞ্জের একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করার পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি দল গত শনিবার রাত ১১ ঘটিকার সময় চিটাগাং রোড এলাকায় মহাসড়কে অভিযান চালায়। অভিযানে ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারী (২৭) সহ মোট তিন জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। এই সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি সুইচ গিয়ার এবং ১টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অন্য দুই আসামি হলো— মো. সৈকত হোসেন (২৮), এবং মো. হৃদয় (২০)।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিরা সিদ্ধিরগঞ্জ ও ডিএমপি, ঢাকার কদমতলী থানায় ছিনতাইয়ের একাধিক মামলার আসামি। তারা দীর্ঘদিন ধরে সাইদুল বেপারীর নেতৃত্বে এই এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মতো অপরাধ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
