শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
রাজনীতি

জাসাস নেতা সাধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন সাধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বাদ আসর শহরের উকিল পাড়া এলাকায় জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, শাহাদাৎ হোসেন সাধু গত ৫ অক্টোবর ভোর ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

দোয়া মাহফিলে প্রয়াত জাসাস নেতা সাধুসহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ লতিফ তুষার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন রানা, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ মুকুল।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সহ-সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান মতিন, শামসুল আহসান রোম্মান, মনসুরুল হক মনি, হাজী মো. রিপন দপ্তরী, মহানগর জাসাসের সহ-সভাপতি এনামুল হক খান, জেলা জাসাসের সহ-সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন আশিক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা জাসাসের দপ্তর সম্পাদক এম এ হালিম মুসা।

অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে আরও ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম রুবেল, শরিফুল ইসলাম সজিব, ফতুল্লা থানা জাসাসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিব, রূপগঞ্জ থানা জাসাসের সভাপতি আনোয়ার হোসেন সুমন, সাধারণ সম্পাদক মিছির আলি সহ ১৪ নং ওয়ার্ড জাসাস ও অন্যান্য শাখার নেতাকর্মীরা।

RSS
Follow by Email