নারায়ণগঞ্জে পালিত হলো নিরাপদ সড়ক দিবস
লাইভ নারায়ণগঞ্জ: ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সার্কেল বিআরটিএর যৌথ আয়োজনে বুধবার (২২ অক্টোবর) বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা যদি গাড়ির গতি নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে আমাদের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। জীবনের মূল্য অনেক বেশি, সস্তা হেলমেট ব্যবহার করে দুর্ঘটনায় পড়লে তার দায় এড়ানো যাবে না।”
তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘গ্রিন আমব্রেলা কর্মসূচি’-এর আওতায় গণপরিবহনের চালক ও হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের আইডি কার্ড, পোশাক ও হেলথ কার্ড সরবরাহ করা হচ্ছে। ডিসি বলেন, এখন অনেক তেল পাম্পে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের তেল দেওয়া বন্ধ করা হয়েছে এবং সকলকে নিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে কাজ চলছে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন সকলকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা শপথ নিতে চাই, গাড়ির গতি নিয়ন্ত্রণ করব এবং সড়কে নিরাপদে চলব।”
তিনি তরুণ বাইকারদের উদ্দেশ্যে বলেন, “এখনও দেখা যায়, বিশেষ করে তরুণ বাইকাররা হেলমেট ব্যবহার করতে চান না; বরং হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু আপনার স্বাচ্ছন্দ্যের চেয়ে আপনার নিরাপত্তা ও জীবন বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি সবার প্রতি হেলমেট ব্যবহারের আহ্বান জানাই।”
আলোচনা সভা শেষে তিনজন মোটরসাইকেল চালককে হেলমেট প্রদান করা হয় এবং দুর্ঘটনা এড়ানোর জন্য দুইজন বাসচালককে পুরস্কৃত করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, জেলা বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাহবুবুর রহমান, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, সহকারী কমিশনার মো. মনাব্বর হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি রাকিবুল ইসলাম হিমেল, নিরাপদ সড়ক চাই (নিসচা) নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. জামান মিয়া প্রমুখ।