কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি
লাইভ নারায়ণগঞ্জ: কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শহরের ঐতিহাসিক ডিআইটি চত্বরে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয় যে, আগামী শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ জেলার আয়োজনে একই স্থানে (ডিআইটি চত্বরে) একটি গণসমাবেশের আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য প্রদান করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও ইসলামী ঐক্যজোটের আমীর আল্লামা আব্দুল কাদের।
নেতৃবৃন্দ বলেন, “যারা বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) চূড়ান্ত নবী হিসেবে স্বীকার করে না, তাদের মুসলিম পরিচয় দেওয়ার কোনো অধিকার নেই।” তারা দলমত নির্বিশেষে সবাইকে ২৪ অক্টোবরের গণসমাবেশ সফল করার আহ্বান জানান।
আগামী শুক্রবারের গণসমাবেশে সভাপতিত্ব করবেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির জেলা সভাপতি আল্লামা আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)।
এছাড়া উপস্থিত থাকবেন তাহরিকে খতমে নবুওয়তের আমীর ড. এনায়েতুল্লাহ আব্বাসী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহাসচিব মুফতি ইমামুদ্দিন সহ দেশবরেণ্য উলামায়ে কেরাম ও নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দিন আহমদ, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের খন্দকার আনোয়ার হুসাইন, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহানগর সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল গনী, দেওভোগ মাদ্রাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা যোবায়ের আহমদ, মুহাদ্দিস মাওলানা এমদাদুল্লাহ, আহমদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সায়েম আহমদ প্রমুখ।