পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার প্রভাব থাকবে না: মুফতি মাসুম বিল্লাহ
লাইভ নারায়ণগঞ্জ: পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী (হাতপাখা) মুফতি মাসুম বিল্লাহ। তিনি মনে করেন, এই পদ্ধতি চালু হলে নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার ছড়াছড়ি থাকবে না।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় বন্দর থানা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পেশিশক্তি ও কালো টাকার ছড়াছড়ি থাকবে না। কারণ এখানে জনগণ ব্যক্তিকে নয়, মার্কাকে ভোট দেবে। দল যাকে সিলেক্ট করবে, সে সংসদ সদস্য হবে। সুতরাং তুলনামূলক স্বচ্ছ ও যোগ্য প্রতিনিধি সংসদে প্রেরণ করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, ইতোমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। তিনি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ, ভোটকেন্দ্র দখল, পেশিশক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ করতে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। তিনি বলেন, “কোয়ালিটি-সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইনপ্রণেতা তৈরিসহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি।”
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন নগর সংখ্যালঘু সম্পাদক মাওলানা আবুল হাশেম এবং বন্দর থানার নেতৃবৃন্দ।