ডেঙ্গু প্রতিরোধে গণসংহতি ও এলাকাবাসীর যৌথ কর্মসূচি
লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় কেবল কর্তৃপক্ষের উদ্যোগ নয়, নাগরিকদেরও সক্রিয় অংশগ্রহণ জরুরি—এই আহ্বান নিয়ে নারায়ণগঞ্জের নলুয়া এলাকায় জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে গণসংহতি আন্দোলন ও স্থানীয় বাসিন্দারা। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ১৮ নং ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সহায়তায় এই যৌথ উদ্যোগে মাইকিং এবং লার্ভিসাইডিং করা হয়।
জনসচেতনতা কার্যক্রমে অংশ নিয়ে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “একজনের অদায়িত্বশীল আচরণের জন্য খেসারত দিচ্ছেন সমস্ত নগরবাসী। এই নগর আমাদের, সুতরাং এই নগরের দায়িত্বও আমাদের। নিজে সচেতন হই, অপরকে সচেতন করি।”
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিদিনই ডেঙ্গু পরিস্থিতি জটিল হচ্ছে এবং হাসপাতালগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো যথাযথ পদক্ষেপ নিতে গড়িমসি করছে। তিনি জেলা স্বাস্থ্য বিভাগ, সিটি কর্পোরেশন এবং প্রশাসনকে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “সময় এখনো শেষ হয়ে যায় নি, দরকার সমন্বিত এবং কার্যকর উদ্যোগ।”
নলুয়ার সন্তান এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা নলুয়া এলাকার অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “নলুয়া রোড হয়ে বি.কে রোড পুরো অঞ্চল জুড়েই অদায়িত্বশীলতা ও অব্যবস্থার নিদর্শন মেলে।”
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের খাদ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বি.কে সড়ক স্বাভাবিক চলার উপযোগীও নয় এবং পুরো ড্রেনেজ ব্যবস্থা ভঙ্গুর। যেখানে ন্যূনতম বর্জ্য ব্যবস্থাপনার নজির নেই। যার ফলে পুরো অঞ্চলটাই রীতিমতো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে ডেঙ্গুর পাশাপাশি বহু রোগ ছড়াচ্ছে।
ফারহানা মানিক মুনা বলেন, “জনতা সচেতনতার সাথে নিজ দায়িত্ব পালন করবে, কর্তৃপক্ষকেও তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। মশাসহ অন্যান্য রোগের বিস্তারক্ষেত্র হয়ে ওঠা ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে সড়ককে পুনরুদ্ধার করতে হবে এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে তৎপর হতে হবে।”
গণসংহতি আন্দোলন মনে করে, “নাগরিক এবং কর্তৃপক্ষের সমন্বিত চেষ্টাতেই সুস্থ হবে নগর, জীবন হবে নিরাপদ।”
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বর্তমান সহ-সভাপতি সৃজয় সাহা, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধাসহ অন্যান্যরা। বিশেষভাবে উপস্থিত ছিলেন নলুয়া অঞ্চল নিবাসী জাভেদ হোসেন, আবুল বাশার, মো. বাবলু, কবির হোসেন ও এলাকার তরুণেরা।