শেখ হাসিনা কাজের মহিলাদের মতো রাজনীতি করেছেন: এড. টিপু
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজের মহিলাদের মতো আচরণ করে কেবল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজনীতি করেছেন, যেখানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজনীতি করেন জনগণের দুঃখ-দুর্দশা বোঝার জন্য। তিনি বলেন, শেখ হাসিনা কাজের মহিলাদের মতো যেই বাসায় কথা বলতেন, তেমনি আচরণ করতেন কেবল ক্ষমতা টিকিয়ে রাখতে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে বন্দর ২৫নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। বন্দর ২৫নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা সিটি মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্যের শুরুতেই অ্যাডভোকেট টিপু ২৫নং ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামার আহ্বান জানান। তিনি বলেন, “প্রতিটি এলাকায় ৫ থেকে ৬ জন করে একটি করে দল (গ্রুপ) গঠন করুন, যাতে করে সহজে মানুষের ঘরে ঘরে গিয়ে কথা বলা যায়।”
তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন, মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও প্রত্যাশা বোঝার চেষ্টা করুন। তাদের কাছে তুলে ধরুন বিএনপির ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা’ বাস্তবায়ন হলে কিভাবে জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
বিএনপিকে ন্যায়ভিত্তিক ও নৈতিক সমাজ গঠনে বিশ্বাসী দল হিসেবে উল্লেখ করে টিপু বলেন, “জাতীয়তাবাদী দল কখনো সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদক ব্যবসায় বিশ্বাস করে না।” তিনি পঞ্চায়েত কমিটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে এলাকাবাসীর যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোর তাগিদ দেন।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সন্ত্রাস কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছে। ২০১৩ সালে শাপলা চত্বরে নিরীহ আলেম-ওলামাদের উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সেটি ছিল মানবতার বিরুদ্ধে নৃশংস অপরাধ। অথচ আজ কিছু আলেম সে হত্যার বিচার নিয়ে কথা না বলে ফ্যাসিবাদীদের ঘরে গিয়ে বসে।
মসজিদকে এবাদতের স্থান উল্লেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগ আজ মসজিদকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে, যা ইসলামবিরোধী কর্মকাণ্ড।” তিনি আরও বলেন, “শেখ হাসিনা যেভাবে একনায়কতান্ত্রিকভাবে দেশ চালিয়েছেন, তা জনগণের স্বাধীনতা ও মর্যাদাকে হরণ করেছে।”
অ্যাডভোকেট টিপু মা-বোনদের কাছে বেশি বেশি যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, বিএনপি নারী সমাজকে সম্মান করে, তাদের উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করতে চায়।
পরে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ২৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণ ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির শাহেনশাহ আহমেদ, ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।
২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নুর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন নসু, আজিম সাউদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহিম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান টিলু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।