এনসিসি’র ১৩ নং ওয়ার্ডে মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ সাধারণ মানুষের মাঝে তুলে ধরার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরের ১৩ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে সোমবার (২০ অক্টোবর) এই কর্মসূচি পরিচালিত হয়।
গণসংযোগকালে জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেওয়ার পাশাপাশি কেন এই ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত প্রয়োজন, সে বিষয়ে সরাসরি ব্যাখ্যা করেন নেতৃবৃন্দ। সাধারণ মানুষের রাষ্ট্র ও সমাজ নিয়ে বিদ্যমান উদ্বেগ, স্বপ্ন ও প্রত্যাশার প্রেক্ষাপটে এই কার্যক্রমে ব্যাপক উৎসাহ ও সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এই গণসংযোগে নেতৃত্ব দেন ৯০’র স্বৈরাচার বিরোধী সর্বদলীয় ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রদল নেতা ও ২৪’র জুলাই গণ-আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনু।
গণসংযোগে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠন সময়ের দাবি। তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। এই রূপরেখা বাস্তবায়নই পারে বাংলাদেশকে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনগণের রাষ্ট্রে রূপান্তর করতে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ৯০’র ছাত্রদল নেতা সরকার আলম, ৯০’র বিপ্লবী আন্দোলনের অন্যতম মুখ্য থানা যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, মহানগর যুবদলের সাবেক নেতা ও ৯০’র সম্মুখ সারির ছাত্রনেতা জয়নাল আবেদীন, নুর আলম ও দেলোয়ার।
এছাড়াও ১৩ নং ওয়ার্ডের সম্মানিত প্রবীণ ও জনপ্রিয় বিএনপি নেতৃবৃন্দ— আসলাম কাজী, সিরাজ, আওলাদ, ইব্রাহিম, শিপন, শাহ জালাল, বাশার, পাভেল, সোহাগ, সেলিম, ইকবাল, জানে আলম, সঞ্জু, হাসান সহ ওয়ার্ডের সচেতন সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীরা এই গণসংযোগে অংশ নেন।