মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
Led01রাজনীতি

আর পৃথকভাবে আমাদেরকে দেখবেন না: গিয়াসউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, দলে ঐক্য ছাড়া কোনো লড়াই, সংগ্রাম বা নির্বাচনে বিজয় লাভ করা সম্ভব নয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকলেও, দলের বৃহত্তর স্বার্থে সকল প্রতিযোগিতা ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে সুস্পষ্ট নির্দেশনা এসেছে।

সোমবার (২০ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ গিয়াস উদ্দিন আরও বলেন, “৩০০টি নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত এবং জোটের প্রার্থীরা অংশগ্রহণ করবে। নির্দেশনা হচ্ছে যারা এতদিন আমরা প্রার্থী হওয়ার জন্য প্রতিযোগিতা করেছি, তারা ঐক্যবদ্ধ হয়ে একক ব্যক্তি, যাকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে, তার জন্য কাজ করতে হবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এর বাইরে আমরা কেউ যাই, দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অচিরেই দেখবেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত ব্যক্তি, ধানের শীষের পক্ষে কাজ করব।”

তিনি ব্যাখ্যা করেন, দল যত বড়, নেতাকর্মী তত বেশি। যত বেশি নেতাকর্মী, তত বেশি প্রতিযোগিতা, নেতৃত্ব বিকাশের প্রতিযোগিতা থাকবে। তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “অতি অল্প সময়ের মধ্যে দেখবেন আমাদেরকে এক মঞ্চে। আমরা সবাই এক হয়ে ধানের শীষের নির্বাচন করব। আর পৃথকভাবে আমাদেরকে দেখবেন না যে, আমরা আলাদা আলাদা কাজ করছি। এই নির্দেশ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।”

সিটি কর্পোরেশন ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামান মির্জার সঞ্চালনায় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সহ-সভাপতি মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, ডিএইচ বাবুল, অ্যাড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য শামীম আহমেদ ঢালী, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, অ্যাড. হাবিবুর রহমান মাসুম, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম সরল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হিরা, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি প্রমুখ।

RSS
Follow by Email