উকিলপাড়া ২জন আটক, হেরোইন-ইয়াবা উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: মাদক নির্মূলে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটককৃতরা মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের হেফাজত থেকে ২০ পুড়িয়া হেরোইন এবং ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে সদর মডেল থানা পুলিশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
আটককৃত ব্যক্তিরা হলেন, গলাচিপা মো. তারা মিয়ার ছেলে মো. আবু তাহের ওরফে সুমন (৪২) ও বন্দর জামাইপাড়া এলাকার মৃত মোবারক মিয়ার ছেলে মো. ফাহিম (২৫)।
থানা সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ ২নং রেল গেইট সংলগ্ন উকিলপাড়া জামে মসজিদ এর সামনের রাস্তায় অভিযান চালায়। এ সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের দাবি, তাদের হেফাজত থেকে ২০ পুড়িয়া হেরোইন, যার ওজন ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪ হাজার টাকা, এবং ৪ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ০.৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ৮শ’ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাসির উদ্দিন জানিয়েছে, মাদক নির্মূলের লক্ষ্যে তাদের অভিযান জোরদার থাকবে।